বাংলা ক্যালেন্ডার ২০২৫
বাংলা ক্যালেন্ডার ২০২৫ ফারসি পঞ্জিকার অনুসারেই তৎকালীন হিজরি পঞ্জিকা থেকে সূচনা
করা হয় বাংলা সনের। তখন হিজরি ৯৯২ সাল ও ১৫৮৪ খ্রিষ্টাব্দ। সম্রাট আকবর সিংহাসনে
বসেন ৯৬৩ হিজরি সালে।
এই টেবিলে যেগুলো বিষয়ে লেখা আছে সেগুলোই হল বাংলা মাসের বিশেষ দিনগুলো।
আর এই জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়ে। আর এই গরমে অনেক ভালো
পাকে। যেমন আম,জাম,কাঁঠাল,লিচু এবং আরো অন্যান্য ফল আমরা জৈষ্ঠ মাসে
হয়ে থাকি। সেইগুলো ফল আমরা কিনে খায় আর এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু
এগুলো হলো মৌসুমী ফল।
ইংরেজি সেপ্টেম্বর-অক্টোবর মাসকে বাংলা আশ্বিন মাস ধরা হয়। নীল আকাশ, সাদা কাশফুল
এবং বাতাসে হালকা শীতলতা আশ্বিন মাসের প্রধান বৈশিষ্ট্য।পূজা-পার্বণের জন্য
এই মাস হিন্দুদের কাছে অত্যন্ত প্রিয়। এই মাসে দুর্গা পূজার উৎসব পালিত হয়, যা
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। তবে দুর্গা পূজা উপলক্ষে
বাংলার প্রতিটি অঞ্চলে আনন্দ-উৎসবের আয়োজন করা হয়।
এই মাসে পাকা ধানের মৌ মৌ গন্ধে চারদিক ভরে যায়। অগ্রহায়ণ মাস নতুন ধান ঘরে তোলার
মাস। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসকে বাংলা অগ্রহায়ণ মাস হয়ে থাকে।
পৌষ মাসে বাংলার গ্রামীণ জীবনে কৃষিকাজের ধীরগতি থাকে। ইংরেজি ডিসেম্বর-জানুয়ারি
মাসের সময়ে পৌষ মাস ধরা হয়।
এই সময়ে প্রচন্ড শীত অনুভূত হয়। মাঘী পূর্ণিমা এবং সার্বভৌম মাঘী স্নানের মতো
ধর্মীয় অনুষ্ঠান এই সময়ে পালিত হয়। মাঘ মাসে বাংলার প্রকৃতিতে শীতের শীতলতা
পরিলক্ষিত হয় এবং এই সময় পরিবেশ শুষ্ক ও ঠান্ডা হয়ে ওঠে। আর এই মাঘ মাস
জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হয়ে থাকে।
ফেব্রুয়ারি-মার্চ মাসে ফাল্গুন মাস ধরা হয়ে থাকে। ফাল্গুন মাসে প্রকৃতিতে নতুন
প্রাণের সঞ্চার ঘটে এবং চারপাশের পরিবেশ রঙিন হয়ে ওঠে।
তাই তিনি নির্দেশ দেন যাতে সেই সময় থেকেই বাংলা সন গণনা করা হয়। কারোর মতে, ৭ম
শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ক বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী। আর এই ভাবেই
বাংলা ক্যালেন্ডার উৎপত্তি হয়।এটাই আমরা জেনে এসেছি বাংলা ১২ মাসের ক্যালেন্ডার
২০২৫ দেখুন।
পেজ সূচীপত্রঃ বাংলা ক্যালেন্ডার ২০২৫
- বৈশাখ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- জ্যৈষ্ঠ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- আষাঢ় মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- শ্রাবণ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- আশ্বিন মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- কার্তিক মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- অগ্রহায়ণ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- পৌষ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- মাঘ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- চৈত্র মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
- শেষ কথাঃ বাংলা ক্যালেন্ডার ২০২৫
বৈশাখ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
বৈশাখ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ এর বিশেষ দিন দেখুন তা হল ইংরেজি এপ্রিল-মে
মাসকে বাংলায় বৈশাখ মাস ধরা হয়। আমরা সবাই প্রায়ই জানি বাংলা প্রথম মাস
হল বৈশাখ মাস। আর এই মাসের প্রথম দিন কে বলা হয় বাংলার নববর্ষ এটি হলো
বাংলার একটি বিশেষ দিন বলে আমরা জানি।এই দিনে আমরা পহেলা বৈশাখ পালন করি।
কবিশাখা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ হয়েছে। আর বাংলার মাসের প্রথম দিন অর্থাৎ
নববর্ষের দিন আমরা সবাই সকালে ঘুম থেকে আগে উঠে পান্তা ভাত ও ইলিশ মাছ খেয়ে
থাকি। আর এই দিনে আমরা আমাদের রীতিনীতি পালন করে থাকে নতুন জামা কাপড়
কেনাকাটা করি এই দিন এ করব বলে বাংলার এই প্রথম মাসের সেদিনকে নববর্ষ উদযাপন
করে থাকে আমরা।
আবার এই মাসে মে দিবস পালন করে থাকি আমরা। বৈশাখ মাসের ছুটির তালিকাসহ
বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
বাংলা নববর্ষ - পহেলা বৈশাখ | ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ১৪ এপ্রিল ২০২৫ |
প্রদোষ ব্রত | ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ |
অমাবস্যা | ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ |
অক্ষয় তৃতীয়া | ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ |
মে দিবস | ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১ মে ২০২৫ |
মোহিনী একাদশী | ২৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ |
বুদ্ধ পূর্ণিমা | ২৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ১২ মে ২০২৫ |
বৃষ সংক্রান্তি | ৩১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ |
জ্যৈষ্ঠ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
জ্যৈষ্ঠ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। জ্যৈষ্ঠ মাস হল বাংলা মাসের
দ্বিতীয় মাস । আর এই জ্যৈষ্ঠ মাসে অনেকগুলো বিশেষ দিন আছে।
আর আমরা এখন এই মাসের ক্যালেন্ডার এ তারিখ গুলো দেখে নেব।জ্যৈষ্ঠ মাসের ছুটির
দিন গুলো এক নজরে দেখে নেওয়া যাক।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
অপরা একাদশী | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ২৩ই মে ২০২৫ |
অমাবস্যা | ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ২৭ই মে ২০২৫ |
নির্জলা একাদশী | ২২ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ৬ই জুন ২০২৫ |
বখরি ঈদ | ২৩ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ৭ই জুন ২০২৫ |
পূর্ণিমা | ২৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ১১ই জুন ২০২৫ |
মিঠুন সংক্রান্তি | ৩১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ১ই জুন ২০২৫ |
আষাঢ় মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
আষাঢ় মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫। আশার মাস হল বাংলা মাসের তৃতীয়তম মাস।
অষধা নক্ষত্র থেকে আষাঢ় মাসের নাম এসেছে। আর এই আষাঢ় মাস বলতে আমারা
মনে করে বৃষ্টির মাস। এর কারণ হলো বর্ষার কালের প্রথম মাস শুরু হয় আষাঢ়
মাস দিয়ে। আর এই আষাঢ় মাস পড়লেই আমাদের সর্বপ্রথম মনে পড়ে সেই
আকাশে ঘন কালো মেঘ।
আর এই আষাঢ় মাসে প্রচন্ড বৃষ্টিপাত হয়ে থাকে। আমাদের দেশের পুকুর
বৃষ্টির পানিতে ডুবে যায়। আর সেই পানিগুলো পুকুর থেকে বেরিয়ে
নদীতে যোগ দেয়। আর এই পুকুর ডুবে আমাদের অনেক ক্ষতি হয়। এর কারণ
হলো কুকুর যখন ডুবে যায় তখন পুকুরের পানি নদীতে চলে যায় আর পুকুরে থাকা
মাছগুলো নদীতে চলে যায়। সেই জন্য পুকুরের মাছগুলো চলে যাওয়ার জন্য
পুকুর ওয়ালাদের অনেক ক্ষতি হয়।
আবার এই আষাঢ় মাসে ধানি জমিতে বৃষ্টির পানিতে চাষাবাদ করা যায়। এখন
আমরা এই আষাঢ় মাসের বিশেষ দিনগুলো দেখে নেব। আষাঢ় মাসে কোন কোন
দিনে ছুটি আছে ও কি কি। কারণে সেটা দেখব এখন।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
রথযাত্রা | ১২ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ২৭ই জুন ২০২৫ |
শয়ন একাদশী , মহরম | ২১ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ৬ই জুলাই ২০২৫ |
পূর্ণিমা , গুরু পূর্ণিমা | ২৫ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১০ই জুলাই ২০২৫ |
শ্রাবণ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
শ্রাবণ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫। আর এই শ্রাবণ মাস হল বাংলা মাসের
চতুর্থতম মাস। আর এই শ্রাবণ মাস হল বর্ষাকালের দ্বিতীয় তম মাস। শ্রবণা
নক্ষত্রের নামেই এই মাসের নাম রাখা হয়েছে।
আর এই মাসে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে থাকে। যেরকম গরম থাকে সেই রকমই
বৃষ্টি হয় ঝড় হয় নদী-নালা খাল বিল সব ভরে যায়। মানুষ বাড়ি থেকে বের হতে
পারে না।
বৃষ্টির কারণে মানুষ কোন কাজ করতে পারেনা এতটাই পরিমাণে ঝড় বৃষ্টি হয়
সেই জন্য। আমরা এখন এই শ্রাবণ মাসের বিশেষ দিনগুলো দেখে নেব এক
নজরে।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
কামিকা একাদশী | ৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ২১ই জুলাই ২০২৫ |
অমাবস্যা | ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২৪ই জুলাই ২০২৫ |
নাগ পঞ্চমী | ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ২৯ই জুলাই ২০২৫ |
পবিত্রা একাদশী | ১৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ৫ই আগস্ট ২০২৫ |
পূর্ণিমা , রাখিবন্ধন | ২৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ৯ই আগস্ট ২০২৫ |
জন্মাষ্টমী | ২৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ১৫ই আগস্ট ২০২৫ |
শোক দিবস/স্বাধীনতা দিবস | ২৯ইশ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ১৫ই আগস্ট ২০২৫ |
ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। বাংলা ১৪৩২ সাল
পরে ইংরেজির ২০২৫ সাল। আর বাংলা মাসের পঞ্চম মাস পরে এই ভাদ্র
মাস। আর ভদ্রা নক্ষত্র থেকে ভাদ্র মাসের নামকরণ করা হয়েছে। আর
এই মাসে কাশফুল ফুটে।
আকাশ ফল যখন ফোটে তখন খুব সুন্দর লাগে। ভাদ্র মাসের ছুটির
তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
আজ একাদশী | ২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ১৯ই আগস্ট ২০২৫ |
অমাবস্যা | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ২৩ই আগস্ট ২০২৫ |
গণেশ চতুর্থী | ১০ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ২৭ই আগস্ট ২০২৫ |
পার্শ্ব একাদশী | ১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ৩ই সেপ্টেম্বর ২০২৫ |
পূর্ণিমা | ২১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ৭ই সেপ্টেম্বর ২০২৫ |
বিশ্বকর্মা পুজো ,ইন্দিরা একাদশী | ৩১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ১ই সেপ্টেম্বর ২০২৫ |
ভাদ্র মাস শস্যের ক্ষেত্র পূর্ণ হওয়ার মাস।সাধারণত বর্ষার শেষে আসা ভাদ্র
মাসে মাঠের শস্য পরিপক্ক হয়ে ওঠে। আর এই সময় কৃষি কাজ ধীরে ধীরে শেষ
হয় ফসল তোলার জন্য ঘরে প্রস্তুতি নেয়। আর এই ভাদ্র মাসে নবান্ন উৎসব
করা হয়। জমিতে যেগুলো নতুন ফল ধান ইত্যাদি তোলা হয় সেগুলো দিয়ে
নবান্ন উৎসব পালন করা হয়।
আশ্বিন মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
আশ্বিন মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। আর এই আশ্বিন মাস হল
১৪৩২ বাংলা সালের ষষ্ঠতম মাস। আর এই মাস হল আনন্দ উৎসবের
মাস। এর কারণ হলো এই মাসে শারদীয় দুর্গাপূজো হয়ে থাকে।অশ্বিনী নক্ষত্রের
কক্ষপথে এই সময় চাঁদ অবস্থান করে।
তাই এই মাসের নাম হয়েছে আশ্বিন। আশ্বিন মাস হলো শরতের শুরু। আশ্বিন মাসের ছুটির
তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
অমাবস্যা , মহালয়া | ৪ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ২১ই সেপ্টেম্বর ২০২৫ |
দুর্গাপূজা | ১১ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ২৮ই সেপ্টেম্বর ২০২৫ |
মহা অষ্টমী | ১৩ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ৩০ই সেপ্টেম্বর ২০২৫ |
মহা নবমী | ১৪ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ১ই অক্টোবর ২০২৫ |
বিজয়া দশমী | ১৫ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২ই অক্টোবর ২০২৫ |
পাশাঙ্কুশা একাদশী | ১৬ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ৩ই অক্টোবর ২০২৫ |
কোজাগরী লক্ষ্মীপূজো | ১৯ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ৬ই অক্টোবর ২০২৫ |
পূর্ণিমা | ২০ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ৭ই অক্টোবর ২০২৫ |
তুলা সংক্রান্তি , রমা একাদশী | ৩০ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ১৭ই অক্টোবর ২০২৫ |
ধনতেরাস , প্রদোষ ব্রত | ৩১ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ১৮ই অক্টোবর ২০২৫ |
কার্তিক মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
কার্তিক মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। বাংলা ১৪৩২ সালের বাংলা
মাস সপ্তম মাস এই কার্তিক মাস। কৃতিকা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ
হয়েছে কার্তিক।
আর এই কার্তিক মাসেই শীতের অগ্রিম আবহাওয়া পাওয়া যায়। এর ফলে আমরা
বুঝতে পারি শীতকালের সূচনা শুরু হয়েছে।
আর এই কার্তিক মাসে শীতকালের প্রথম মাস। কার্তিক মাসের বিশেষ দিনগুলো দেখে
নেওয়া যায়।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
কালিপুজো | ২ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ২০ই অক্টোবর ২০২৫ |
অমাবস্যা , দীপাবলী | ৩ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ২১ই অক্টোবর ২০২৫ |
ভাতৃদ্বিতীয়া | ৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২৩ই অক্টোবর ২০২৫ |
ছট পুজো | ১০ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ২৮ই অক্টোবর ২০২৫ |
জগদ্ধাত্রী পুজো | ১৩ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ৩১ই অক্টোবর ২০২৫ |
প্রবোধিনী একাদশী | ১৪ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ১ই নভেম্বর ২০২৫ |
উৎপন্না একাদশী | ২৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ১৫ই নভেম্বর ২০২৫ |
ইংরেজি অক্টোবর-নভেম্বরে বাংলা কার্তিক মাস হয়ে থাকে। এই মাসটি কৃষিকাজের
প্রধান সময় হিসেবে পরিচিত। এই মাসে ফসল কাটা হয়। এছাড়াও কার্তিক মাসে কার্তিক
পূর্ণিমা, ধানের মৌসুম এবং মাছ ধরার উৎসবের সাথে সম্পর্কিত অনুষ্ঠান পালিত হয়।
এটি বাঙালির আদি ঐতিহ্যের অংশ হিসেবে রক্ষিত।
অগ্রহায়ণ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
অগ্রহায়ণ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। ১৪৩২ সালের অগ্রহায়ণ
মাস অষ্টম তম মাস হয়ে থাকে। আর এই মাস হল শীতকালের দ্বিতীয়
মাস।অগ্রহায়ণ মাসে চাঁদ মৃগশিরা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে।
এই নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী। তাই এই মাসের নাম রাখা হয়েছে অগ্রহায়ণ।
অগ্রহায়ণ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
অমাবস্যা | ৩ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২০ই অক্টোবর ২০২৫ |
মোক্ষদা একাদশী | ১৪ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ১ই ডিসেম্বর ২০২৫ |
পূর্ণিমা | ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ৪ই ডিসেম্বর ২০২৫ |
সফলা একাদশী | ২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ১ই ডিসেম্বর ২০২৫ |
পৌষ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
পৌষ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। ১৪৩২ বাংলা সালের পৌষ মাস
হল নবম তম মাস। পুষ্যা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে পৌষ।
এই মাসে মজার মজার পিঠা পাওয়া যায়। পৌষ মাস শীতের মাঝামাঝি সময়। আর এই
মাসের বিশেষ দিনও ছুটির দিনগুলো দেখেনি এক নজরে।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
অমাবস্যা | ৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ১৯ই ডিসেম্বর ২০২৫ |
বড়দিন | ৯ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২৫ই ডিসেম্বর ২০২৫ |
পুত্রদা একাদশী | ১৪ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ৩০ই ডিসেম্বর ২০২৫ |
প্রদোষ ব্রত , নববর্ষের দিন | ১৬ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১ই জানুয়ারি ২০২৬ |
পূর্ণিমা | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ৩ই জানুয়ারি ২০২৬ |
বিবেকানন্দ জয়ন্তী | ২৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ১২ই জানুয়ারি ২০২৬ |
ষটতিলা একাদশী | ২৯ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ১৪ই জানুয়ারি ২০২৬ |
মাঘ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
মাঘ মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। ১৪৩২ সালের মাঘ মাস হল দশম তম
মাস। ঘা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম রাখা হয়েছে মাঘ।
এই মাসের প্রচন্ড শীত উপেক্ষা করে সবাই নানা ধরনের উৎসব আনন্দে মেতে ওঠে। মাঘ
মাস শীতের শেষ মাস হিসেবে পরিচিত। এক নজরে এই মাসের বিশেষ দিন ও ছুটির
দিনগুলো আমরা দেখে নিই।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
অমাবস্যা | ৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ১ই জানুয়ারি ২০২৬ |
বসন্ত পঞ্চমী , নেতাজী জন্মদিন | ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ২৩ই জানুয়ারি ২০২৬ |
জয় একাদশী | ১২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২৯ই জানুয়ারি ২০২৬ |
পূর্ণিমা | ১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ১ই ফেব্রুয়ারি ২০২৬ |
ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। আর বাংলা বছরে ১৪৩২ সাল
এর ফাল্গুন মাস এটা হলো বাংলা মাসের একাদশ তম মাস। ফাল্গুন মাস বসন্তের
প্রথম মাস। ফাল্গুনী নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে।
এই মাসে তরুণ তরুণীরা উতলা মনে নানা রঙ ছড়ায়। এই মাসের বিশেষ দিন ও ছুটির
দিনগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
ভ্যালেন্টাইনস ডে | ১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ |
মহা শিবরাত্রি | ২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ |
অমাবস্যা | ৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ |
আমলকী একাদশী | ১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ২৭ই ফেব্রুয়ারি ২০২৬ |
পূর্ণিমা , দোলযাত্রা | ১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ৩ই মার্চ ২০২৬ |
হোলি | ১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ৪ই মার্চ ২০২৬ |
পাপমোচনী একাদশী , মীন সংক্রান্তি | ৩০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ১৫ই মার্চ ২০২৬ |
চৈত্র মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫
চৈত্র মাসের বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। বাংলা ১৪৩২ বঙ্গাব্দ পরে আর এই
চৈত্র মাস হল বাংলা বছরের শেষ মাস এটাই হলো ১২ তম মাস। বছরের শেষ এই মাসের
নাম এসেছে চিত্রা নক্ষত্র থেকে।
এই মাসের শেষের দিকে থাকে বর্ষ বিদায়ের হরেক আয়োজন। আর এই মাসের বিশেষ দিনগুলো
ছুটির তারিখগুলো দেখে নিয়ে এক নজরে।
দিবস / উৎসবের নাম | বাংলা তারিখ | বার/দিন | ইংরেজি তারিখ |
---|---|---|---|
অমাবস্যা | ৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১৯ই মার্চ ২০২৬ |
রাম নবমী | ১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ২৭ই মার্চ ২০২৬ |
কামদা একাদশী | ১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | ২৯ই মার্চ ২০২৬ |
মহাবীর জয়ন্তী , প্রদোষ ব্রত | ১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | ৩০ই মার্চ ২০২৬ |
এপ্রিল ফুল ডে | ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার | ১ই এপ্রিল ২০২৬ |
পূর্ণিমা | ১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ২ই এপ্রিল ২০২৬ |
বৈশাখী , মেষ সংক্রান্তি | ৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার | ১৪ই এপ্রিল ২০২৬ |
চৈত্র মাসে গ্রীষ্মের আগমন ঘটে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে।
মার্চ-এপ্রিল মাসে বাংলা চৈত্র মাস ধরা হয়। আর এই চৈত্র
মাসে সংক্রান্তি পালন করা হয়। এর কারণ হল পুরনো বছরের
এটাই শেষ মাস তার জন্য। এ মাসের পরে নতুন বর্ষ আবার আসে।
শেষ কথাঃ বাংলা ক্যালেন্ডার ২০২৫
বাংলা ক্যালেন্ডার ২০২৫ সালের। আপনি যদি সম্পূর্ণ এই কনটেন্টটি পড়ে
থাকেন। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বাংলা বছর ও মাসের
ঐতিহ্য। কোন কোন দিনে কি কি পালন করা হয়। আর এই বাংলা
মাসের অনেকগুলো বিশেষ দিন ও অনেক আনন্দ উৎসব আছে যেগুলো আপনি এই কনটেন্টটি
পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন।
তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই কনটেন্টটি পড়েছেন। তার
জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কনটেন্টটি পড়ার জন্য। আরও নিত্য নতুন
এইরকম কনটেন্ট পেতে আপনারা এই ওয়েবসাইটটি ফলো করে রাখুন ধন্যবাদ
সবাইকে।
এসআর এটুজেড এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url