সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম
সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম এই কথাগুলো অনেকেরই জানতে ইচ্ছে করে। এর
কারণ হলো সিকিম অনেক সুন্দর একটি জায়গা। এখানে প্রতি বছর লক্ষ
লক্ষ পর্যটক ঘুরতে যাই সিকিমে। সিকিম হল ভারতের একটি রাজ্য আর এই জায়গা
অনেক সুন্দর।
সিকিমে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে আর সেই পাহাড়গুলো বরফে ঢাকা
রয়েছে। আর এই পৃথিবীতে কতগুলো সুন্দর জায়গা আছে আপনারা না ঘুরলে বুঝতে
পারবেন না। আর অল্প টাকার মধ্যে বরফ দেখা যায় এমন একটি রাজ্যের নামই হলো
সিকিম।
পেজ সুচিপত্রঃ সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম
সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম
সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম সবারই এগুলো জানতে ইচ্ছে করে। ভারতের
একটি রাজ্য সিকিম আর এই রাজ্যটি দেখতে অনেক সুন্দর। এখানে উঁচু
উঁচু পাহাড় পর্বত রয়েছে যেখানে বরফে ঢাকা রয়েছে। আর প্রকৃতি যে এত সুন্দর
আপনারা যদি ট্রাভেলিং না করেন তাহলে বুঝতে পারবেন না। তাই প্রতিটি মানুষের
উচিত যে কোথাও না কোথাও থেকে ঘুরে আসা। আর এই সুন্দর জায়গার অন্যতম একটি
সিকিম।
আরো পডুনঃ
বাংলাদেশ থেকে সিকিম ট্যুর প্যাকেজ
সিকিমের অনেকগুলো দার্শনিক স্থান আছে। সেটি মূলত নেপাল চীন ও ভুটানের সাথে
বর্ডার শেয়ার করে আর এক সাইডে পশ্চিমবঙ্গের সাথে এটা হলো সিকিমের
যাতায়াতের রাস্তা। আর সিকিম দেখতে অনেক সুন্দর। আর যারা প্রকৃতিপ্রেমী
তারা অবশ্যই সিকিম থেকে ঘুরে আসবেন। অনেকেই অল্প টাকার মধ্যে বরফের রাজ্যে
যাতে চায়। কিন্তু বরফের রাজ্যে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়।
আর এই অল্প টাকার মধ্যে পাহাড় পর্বত ঢেকে রয়েছে বরফে। সেজন্য
আপনি অল্প টাকার মধ্যে সেখান থেকে ঘুরে আসতে পারবেন। আসেনি অনেক দার্শনিক
জায়গা আছে আপনি যদি পুরো কন্টেনিটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সিকিমের কোন কোন
জায়গা কতটা সুন্দর সব বিবরণ দেওয়ার চেষ্টা করবো এই কন্টেন্টের মাধ্যমে।
সিকিমের রাজধানী গ্যাংটক
সিকিমের রাজধানী গ্যাংটক এই কথা অনেকেরই অজানা বা অনেকেরই জানা
রয়েছে। ঠিকই হলো ভারতের একটি রাজ্য আর এই রাজ্যের রাজধানী হল
গ্যাংটক। আর এই গ্যাংটক শহরের এমজি মার্কেট হল অনেক জনপ্রিয় একটি
মার্কেট। আর সিকিম হলো শীত প্রধান একটি রাজ্য। এখানে সব সময় মাইনাস
টেম্পার এ তাপমাত্রা থাকে। আর সেখানে উঁচু উঁচু পাহাড় পর্বতের জন্য
বরফ পরে।
এটি রাজ্যের দক্ষিণ-পূর্ব-মধ্য অংশে তিস্তা নদীর একটি উপনদীতে প্রায় ৫,৬০০ ফুট
(১,৭০০ মিটার) উচ্চতায় অবস্থিত। শহরের নামের অর্থ "পাহাড়ের চূড়া"। গ্যাংটক
ভূট্টা (ভুট্টা) বিস্তৃতভাবে ঢালের উপর দিয়ে উঠে।
সিকিমের দার্শনিক জায়গা গুরুডংমার লেক
সিকিমের দার্শনিক জায়গা গুরুডংমার লেক আছে এই কথা আমরা প্রায় সবাই
জানি। আবার অনেক মানুষ রয়েছে যারা জানে না যে গুরুডংমার সিকিমের
একটি অনেক সুন্দর দার্শনিক জায়গা। আর এই জায়গার জন্য মূলত লক্ষ লক্ষ
পর্যটক সিকিমে ঘুরতে যায়। মূলত এইগুরুডংমার লেক সিকিমের সবথেকে
উঁচু জায়গাতে অবস্থিত রয়েছে। যার উচ্চতা পায় ৫,৪৩০ মিটার,(১৭,৮০০
ফুট) উচ্চতায় অবস্থিত।
এটি ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান জেলার গ্রেট হিমালয়ে অবস্থিত , এবং বৌদ্ধ ও
শিখদের দ্বারা পবিত্র বলে বিবেচিত। আর এই জায়গা অনেক সুন্দর
দেখতে। সেখানে একটি লেক রয়েছে আর লেক এর উপরে বরফ রয়েছে। আর সেখানে
চারিপাশে অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত রয়েছে সব বরফে ঢাকা পড়ে আছে। আর
যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই এই গুরুডংমার লেক এ যাবেন।
সিকিমের দার্শনিক স্থান লাচেন
সিকিমের দার্শনিক স্থান লাচেন এই কথা আমরা সবাই জানি। আবার অনেকেরও
এই কথা অজানা রয়েছে তো সবারই এই কথাগুলো জানা উচিত বা প্রয়োজন
রয়েছে। নথ সিকিমের পাহাড়ি গ্রাম লাচেন। সিকিমের
রাজধানী গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব প্রায় ১২৬ কিলোমিটার। আর
সমুদ্রতল থেকে লাচেন এর উচ্চতা পায় ৯৪০০মিটার। আর এই লাচেন
শহরও অনেক সুন্দর, সেখানে অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত রয়েছে।
সেগুলো উঁচু পাহাড় পর্বত বরফে ঢাকা রয়েছে। আর রাস্তার
চারিপাশে বরফ জমে রয়েছে। আর উঁচু উঁচু পাহাড়ের ভেতর দিয়ে
সেখানকার রাস্তা রয়েছে। আর এই গুলো দেখতে অনেক সুন্দর লাগে। লাচেনের
খাওয়া দাওয়ার হোটেল রয়েছে শীতের পোশাক কেনার দোকান রয়েছে। আবার রাত্রি
যাপন করার জন্য থাকার হোটেল ও পেয়ে যাবেন এই লাচেনে।
সিকিমের নাথুলা পাস দার্শনিক স্থান
সিকিমের নাথুলা পাস দার্শনিক স্থান এটা হল সত্য। এর কারণ
হলো অনেকেই ভাবে এই নাথুলা পাস হলো চীনের অংশ। কিন্তু না থুলা পাস
ভারতের সিকিমের হল একটি বর্ডার। আর এই জায়গায় অনেক সুন্দর আর এই
নাথুলা পাস সমুদ্রতল থেকে প্রায় ১৪,৪২৫ ফুট উচ্চতায়
অবস্থিত। আর এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর। আপনি যখন এখানে
ঘুরতে যাবেন তখন চারিদিকে দেখবেন শুধু পাহাড় পর্বত বরফে ঢাকা
রয়েছে।
শেষ কথাঃ সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম
সিকিমের দর্শনীয় স্থানগুলোর নাম অনেকগুলোই রয়েছে। কিন্তু
যেগুলো দার্শনিক জায়গা সেগুলোর নাম আমি এই কন্টেন্টে বলেছি। আর
সেখান থেকে আরো অন্যান্য জায়গা দেখা যায় যেমন নাগা ফল
ওয়াটারফল ঝিল লেক ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে
সেখানে। আপনি যদি মনোযোগ সহকারী পড়েন তাহলে অবশ্যই আপনি বুঝতে
পারবেন যে কোথায় কি আছে। তো আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে
করেছেন তার জন্য ধন্যবাদ।
এসআর এটুজেড এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url