কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া কত টাকা ও হোটেলের নাম কি এগুলো বিষয় অনেকেই জানেনা। আর এগুলো বিষয়ে প্রত্যেকটি মানুষের জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। কারণ কক্সবাজার হলো বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র। 
কক্সবাজার-কলাতলী-হোটেল-ভাড়া-কত-টাকা-বিস্তারিত-জানুন
আর এই কক্সবাজারের সমুদ্র সৈকত থাকার জন্য প্রতি বছর দেশি মানুষের সাথে সাথে বিদেশ থেকেও এখানে অনেক মানুষ ঘুরতে আসে। যেহেতু সেখানে অনেক মানুষ যায় সেই জন্য কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া ও হোটেলের নাম সম্পর্কে জানা প্রয়োজন। 

পেজ সূচিপত্রঃ কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া

কক্সবাজার কলাতলী হোটেল নাম

কক্সবাজার কলাতলী হোটেল নাম সম্পর্কে অনেকে জানতে চাই। আর এগুলো বিষয় জানতে চাওয়াও একটি স্বাভাবিক বিষয়। কারণ কক্সবাজার হল একটি পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকত থাকার জন্য সেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ, ঘুরতে যায়। আর সেখানে রাতে থাকার জন্য হোটেলের প্রয়োজন রয়েছে। 

আর আপনিও যদি রাতে সেখানে থাকতে চান তাহলে সেখানে কোন এক হোটেলে আপনাকে থাকতে হবে। আর আপনি যদি হোটেলের নাম না জেনে থাকেন তাহলে কোন সমস্যা নেই। কারণ এই আর্টিকেলটি করার মাধ্যমে আপনি কক্সবাজার কলাতলী হোটেলের নাম সম্পর্কে জানতে পারবেন তো চলুন জেনে নেই। 

কক্সবাজারের কলাতলী এলাকায় বিভিন্ন মান ও বাজেটের হোটেল রয়েছে। নিচে কিছু উল্লেখযোগ্য হোটেলের তালিকা দেওয়া হলোঃ 

নিম্নে কক্সবাজারের কলাতলী এলাকায় কিছু জনপ্রিয় হোটেলের নাম প্রদান করা হলো:
  • ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
  • লং বিচ হোটেল
  • হোটেল সী প্যালেস
  • নিশর্গো হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড
  • হোটেল স্যুট সাদাফ
  • হোটেল সী আলিফ
  • হোটেল মেরিন প্লাজা
  • হোটেল সী ক্রাউন
আমি “কক্সবাজার কলাতলী হোটেল নাম” অনুসন্ধান করে উপরের হোটেলগুলোর নাম সংগ্রহ করেছি। এগুলো কলাতলী এলাকায় পর্যটকদের জন্য জনপ্রিয় এবং বিভিন্ন বাজেট ও সেবার মান অনুযায়ী বাছাই করা হয়েছে।

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া 

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া কত হবে। আর এগুলো বিষয়ে অনেকে জানতে চাই, আর ইতিমধ্যে আপনারা সেই সকল হোটেলের নাম সম্পর্কে জানতে পেরেছেন। তো চলুন দেরি করে, কোন লাভ নেই আমরা সেই হোটেলের ভাড়া সম্পর্কে জেনে নিই। 

নিম্নে কক্সবাজারের কলাতলী এলাকায় কিছু জনপ্রিয় হোটেলের আনুমানিক রুম ভাড়ার পরিসীমা (প্রতি রাত) তুলে ধরা হলো:
  • ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
আনুমানিক ভাড়া: ৫,০০০ – ৯০,০০০ টাকা
(রুমের ধরন ও সুবিধা অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে)
  • লং বিচ হোটেল
নির্দিষ্ট ভাড়ার তথ্য অনলাইনে সহজলভ্য না হলেও, অন্যান্য হোটেলের তুলনায় আনুমানিক ৪,০০০ – ২০,০০০ টাকা হতে পারে।
(সঠিক তথ্যের জন্য সরাসরি হোটেলের সাথে যোগাযোগ করুন)
  • হোটেল সী প্যালেস
আনুমানিক ভাড়া: ৪,০০০ – ১,৫০,০০০ টাকা
  • নিশর্গো হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড
এই হোটেলের রুম ভাড়ার স্পষ্ট তথ্য পাওয়া কঠিন।
(বিস্তারিত ও সঠিক তথ্যের জন্য হোটেলের সাথে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে)
  • হোটেল স্যুট সাদাফ
আনুমানিক ভাড়া: ২,৫০০ – ৮,০০০ টাকা
(ভিন্ন ভিন্ন রুম ও অফার অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে)
  • হোটেল সী আলিফ
আনুমানিক ভাড়া: ২,৫০০ – ৬,০০০ টাকা
  • হোটেল মেরিন প্লাজা
আনুমানিক ভাড়া: ৩,০০০ – ৬,০০০ টাকা
  • হোটেল সী ক্রাউন
আনুমানিক ভাড়া: ৫,০০০ – ৫০,০০০ টাকা

আর এটাই হলো হোটেলের বিস্তারিত ভাড়া। আপনারা যারা জানতেন না হোটেলের নাম ও ভাড়া সম্পর্কে তারা এই আর্টিকেল করার মাধ্যমে জানতে পেরেছেন আশা করি।

কক্সবাজার কলাতলী হোটেল নাম্বার 

কক্সবাজার কলাতলী হোটেল নাম্বার অনেকেই জানেনা। আর এগুলো বিষয় আপনার জানা খুবই প্রয়োজন। কারণ আপনি হোটেলে ভাড়া টারা জানলেন কিন্তু হোটেল কিভাবে বুক করবেন সেটা জানেন না। তাহলে আপনি পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। 

তো চলুন আমরা সেই সকল হোটেলের ফোন নাম্বার জেনে নেই। যাতে করে আমরা ফোনে যোগাযোগ করে হোটেল বুকিং করে রাখতে পারি। নিচে কক্সবাজারের কলাতলী এলাকায় জনপ্রিয় কিছু হোটেলের বুকিং নাম্বার প্রদান করা হলো (উৎস অনুসারে):

ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
বুকিং: +৮৮০ ৯৬১৯৬৭৫৬৭৫ অথবা ০১৯৩৮-৮৪৬৭৬১

লং বিচ হোটেল
বুকিং: ০১৭৩০-৩৩৮৯০৭ এবং ০১৭৫৫-৬৬০০৫১

হোটেল সী প্যালেস
বুকিং: ০১৭০৯-৯৩৪৭৩২, ০১৭০৯-৯৩৪৭৫১ ও ০১৭১৪-৬৫২২২৭-৮

নিশর্গো হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড
বুকিং: +৮৮০ ১৭৭১৫-৫৬৬৬৬৭৩ এবং +৮৮০ ১৭৭৯৬৯৯৫৫৪

হোটেল স্যুট সাদাফ
বুকিং: ০১৮৪৪-০১০২২১

হোটেল সী আলিফ
বুকিং: ০৩৪১-৫১২৫৩ এবং ০১৭১৫-৭৫৫১১২

হোটেল মেরিন প্লাজা
বুকিং: ০৩৪১-৬৪১৪৬ ও ০১৭১৬-৭৪২৪৬৪

হোটেল সী ক্রাউন
বুকিং: ০৩৪১-৬৪৭৯৫ (বা ৬৪৪৭৪) এবং ০১৮১৭-০৮৯৪২০

উপরের নাম্বারসমূহ অনলাইন উৎস থেকে সংগৃহীত। বুকিং করার পূর্বে হোটেলের সাথে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য নিশ্চিত করে নিন।

শেষ কথাঃ কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া ও হোটেলের নাম সম্পর্কে অনেকে জানতে চাই। আমি এই আর্টিকেলে এই সমস্ত কথা বলে গিয়েছি। আপনি যদি এ আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। এইরকম আরো আর্টিকেল পেতে এই ওয়েবসাইটটি ফলো করুন। 

আপনার কিছু জানার থাকলে এই আর্টিকেলের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ওয়েবসাইটে আপনি ট্রেনের টিকিট ও বাসের টিকিট স্বাস্থ্যসেবা ও প্রবাস ভিসা সম্পর্কে তথ্য জানতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসআর এটুজেড এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;

comment url