Terms and Conditions

এসআর এ টু জেড কি?

বাংলার সবচেয়ে বিশ্বস্ত ব্লগিং কমিউনিটি হল এসআর এ টু জেড।এসআর এ টু জেড সঠিক তথ্য নির্ভর বাংলা ব্লগিং পোস্ট করে থাকে। এসআর এ টু জেড ওয়েবসাইটটিতে আমরা প্রয়োজনীয় সকল তথ্য এবং ইনফরমেশন আপডেট আপডেট পোস্ট করে থাকি। যা অন্য কোন ওয়েবসাইটে কমই দেখা যায়।

এসআর এ টু জেড গোপনীয়তা নীতি

  • এসআর এ টু জেড ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোনো ইনফরমেশ, সেটা বিভিন্ন রকম হতে পারে যেমনঃ আপনার ইমেইল এড্রেস, আপনার মোবাইল নাম্বার, ওয়েব সাইট লিংক অথবা ব্যক্তিগত কোন তথ্য সুরক্ষিত রাখা হয়। তবে এই তথ্যগুলোর ১০০% সুরক্ষার নিশ্চয়তা এসআর এ টু জেড দেয় না। 
  • আমরা এসআর এ টু জেড ওয়েবসাইটে যেমন সরবরাহ করতে এসআর এ টু জেডদের ট্রাফিক বিশ্লেষণ করতে কুটি ব্যবহার করি। আপনার পছন্দের বিষয়গুলো জেনে আপনার সামনে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানী যেমন সবচেয়ে জনপ্রিয় কোম্পানি গুগল এডসেন্সের অধীনে রয়েছে। 

এসআর এ টু জেড কপিরাইট নীতি

  • এসআর এ টু জেড এই ওয়েবসাইটে  প্রকাশিত সকল ভিডিও এবং বাংলা ব্লগিং কনটেন্টের একমাত্র স্বত্বাধিকারী এসআর এ টু জেড। যে কোন উদ্দেশ্যে এই সাইটের প্রকাশিত কোন পোস্ট বা পেজের কন্টেনগুলো কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি আমার পেজ বা কনটেন্টের কিছু অংশবিশেষ যদি অন্যত্র প্রকাশ করা হয়। 
  • এসআর এ টু জেড ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে ক্রেডিট দিতে হবে। এসআর এ টু জেড আইটিতে  প্রকাশিত পোস্টগুলো বাংলায় লেখা হয়। সে ক্ষেত্রে কোন পোস্ট যদি কাকতালীয়ভাবে অন্য কোন কন্টেনের  সাথে মিলে যায় তাহলে ওয়েবসাইট এডমিনকে অবহিত করুন। 

 এসআর এ টু জেড কমেন্ট পলিসি

  • এসআর এ টু জেড যেকোনো পোস্ট ভিডিও বা পেসজের মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট পেজ বা ভিডিওতে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেজের কোন কিছু জানতে চাইলে সেই বিষয়ে শুধু মন্তব্য করুন। 
  • উপরোক্ত বিষয় ছাড়া অন্য কোন কিছু বিষয় নিয়ে মন্তব্য করতে পারবেন না। সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে। আপনি এসব বিষয়ে যত মন্তব্য করতে পারেন বা সমালোচনা করতে পারেন তবে সেটা হতে হবে গঠনমূলক। 
  • কমেন্টে সকল ধরনের অশালীন বিজ্ঞাপনমূলক ওয় অশ্রাব্য এবং আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। 
  • আপনার বা অন্য কারো মতামত অভিযোগ বা প্রশ্ন জানতে যোগাযোগ পেজ ব্যবহার করুন।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসআর এটুজেড এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;

comment url